সালেক শিবলু

Dainik Pabna

সালেক শিবলু

ফেসবুক : https://www. facebook.com/salekshiblu

ফেসবুক  পেজ : facebook.com/salekshiblupage

এক্স : https://x.com/salekshiblu

ইউটিউব : https://www. youtube.com/@SalekShiblu

লিংডইন : linkedin.com/in/salekshiblu

ইনস্টাগ্রাম  https://www.instagram.com/Salek_Shiblu

সালেক শিবলু একজন আধুনিক মননের কবি ও সাহিত্য-সংগঠক। বাংলা সাহিত্যে নতুন ধারার চিন্তাশীল কবি ও গবেষক হিসেবে আবির্ভূত হয়েছেন। একজন শিক্ষক, সাহিত্য সম্পাদক, নাট্যকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও তার বিচরণ সমানভাবে। কবিতা, প্রবন্ধ, নাটক, গল্প ও সম্পাদনার মধ্য দিয়ে তিনি একজন বহুমাত্রিক সাহিত্যিক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।
১৯৯১ সালে পাবনা জেলার সাঁথিয়া থানায়। তার পিতা মো. আব্দুস সালাম ও মাতা সালেহা খাতুন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবনের পর তিনি বাংলা ভাষা ও সাহিত্যে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আহমদ ছফা ও আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে গবেষণা এমফিল গবেষক হিসেবে গবেষণা করে যা”েছন।
শিক্ষকতার পাশাপাসি ২০২৪ সালে প্রতিষ্ঠা করে করেছেন ‘কারুপ্রকাশ’ নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান। এছাড়াও ২০১৬ সালে প্রতিষ্ঠিত ‘বাংলাবিদ্যা’ নামে একটি ভাষা ও সাহিত্য চর্চা কেন্দ্র গড়ে তুলেছেন, যেখানে নতুন প্রজন্মকে ভাষা ও বাংলা সাহিত্যের প্রতি আগ্রহী করে তোলার জন্য কাজ করে যা”েছন।
সালেক শিবলুর প্রথম কাব্য ‘শীতল জলের বাষ্প’ ২০১৯ সালের অমর একুশে বইমেলায় গতিধারা থেকে প্রকাশিত হয়। তিনি একাধারে কবিতা, ছোটগল্প, ছড়া, নাটক এবং প্রবন্ধ রচনা করেন। নাট্যচর্চায় তার লেখা ‘যাযাবর’ ও ‘খবিশ অ্যাওয়ার্ড’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
‘হযরত সোলায়মান শাহ্ চিশতী (রহ.)’ নামক একটি পূর্ণাঙ্গ জীবনচরিত গ্রš’ সম্পাদনা করেছেন, যা লোক ঐতিহ্য ও আধ্যাত্মিক ধারার অনুপম দলিল। শুধু লেখালেখিতেই নয়, সালেক শিবলু সংস্কৃতির অন্যান্য শাখাতেও সক্রিয় ছিলেন। তরুণ বয়সেই তিনি থিয়েটার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তার আরেকটি পরিচিত শখ হলো বাঁশি বাজানো। একজন সুন্দর বক্তা ও উপ¯’াপক হিসেবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
সালেক শিবলু বাংলা সাহিত্যে এক সৃজনশীল ও মননশীল কণ্ঠস্বর। তিনি নতুন প্রজন্মের জন্য যেমন অনুপ্রেরণার উৎস, তেমনি বাংলা সাহিত্যের আধুনিক রূপান্তরর একজন নিরব সংগঠক। তার কবিতায় আছে সমাজ-মনতত্ত্ব, আত্মচেতনা ও দর্শনের আলো, যা পাঠককে নতুনভাবে ভাবতে শেখায়। সাহিত্যের প্রতি তার দায়বদ্ধতা, শিক্ষকসুলভ উদারতা এবং সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান তাকে সময়ের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্বে পরিণত করেছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ